patrika71
ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

হিলি স্থলবন্দরে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আটক-১

উপজেলা প্রতিনিধি, বিরামপুর
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের হিলিতে আমদানিকৃত খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল,ফেয়ারডিল ও নেশাজাতীয় এ্যামপোল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের দায়ে ভারতীয় ট্রাক ও ট্রাকের ড্রাইভারকেও আটক করে হয়েছে।

আটককৃত ট্রাকচালক কৃষ্ণ রায়(৩৬) ভারতের হিলি থানার তিরমনি এলাকার সন্তোষ রায়ের ছেলে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হিলি স্থলবন্দরের ২নং ওজন স্টেশনের সামনে থেকে খৈলবোঝাই ভারতীয় ট্রাক(যাহার নম্বর ডাব্লু বি ১১-সি ১৫২৮) থেকে মাদকদ্রব্য গুলো উদ্ধার করা হয়।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব রায় জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) দেওয়া তথ্যমতে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে মাদকের চালান পরিবহন করে নিয়ে আসা হয়েছে। পরে সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও কাস্টমস যৌথভাবে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ওজন স্টেশনের সামনে থাকা খৈলবোঝাই ট্রাকে অভিযান চালানো হয়।

এ সময় ট্রাকের চালকের কেবিন থেকে ফেনসিডিল ২২৩ বোতল, ফেয়ারডিল ৯৬ বোতল, নেশাজাতীয় এ্যামপোল ৩ হাজার ৮০০ পিস উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে বন্দরের হেফাজতে রাখা হয়েছে। গাড়ি মালামাল খালাস করা হবে না এবং ট্রাক ও চালকের কারপাস আটকে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলে রবিবার এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর /এবিএম মুছা