রাজশাহীর বাঘায় র্যাব-৫ এর একটি চৌকস অপারেশন টিমের অভিযানে বিপুল সংখ্যক নকল রাজস্ব স্ট্যাম্পসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১ লক্ষ ৩১ হাজার পিচ বিভিন্ন ধরনের নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার সময় বাঘা থানাধীন বলিহার বেতীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামি বাঘা উপজেলার বলিহার বেতীপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল জানায়, দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় এ নকল রাজস্ব স্ট্যাম্প পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃ শহিদুলের বিরুদ্ধে প্রতারক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
পত্রিকা একাত্তর /রবিউল ইসলাম