patrika71
ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, শেরপুর
আগস্ট ২৮, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গুচ্ছ গ্রামে রবি(১৫) নামে এক কিশোর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২৭ আগষ্ট রবিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রবি বাকাকুড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা হামের আলীর ছেলে। ১ ভাই ১বোনের মধ্যে রবি বড়।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার দুপুরের পর যে কোন সময় রবি বাহির থেকে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে। এসময় তার বাবা-মা বাড়ীতে ছিলেন না। ছোট বোনটিও ছিল স্কুলে। রবির বাবা-মা বিকেল ৫টার দিকে আশ্রয়ন প্রকল্পের নিজ ঘরে এসে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পায়।

এতে তাদের সন্দেহ হওয়ায় জানালা দিয়ে উঁকি দিয়ে রবিকে ঘরের ধর্ণার সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার দেয়।
এসময় প্রতিবেশিরা সমবেত হয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দরজা ভেঙ্গে রবির ঝুলন্ত মরদেহ উদ্ধার সহ সুরতহাল রিপোর্ট করে পুলিশ। তবে কি কারণে রবি আত্মহত্যা করেছে, তার কারণ বলতে পারছেন না রবির বাবা-মা।

ঝিনাইগাতী থানার ওসি(তদন্ত) আবুল কাশেম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, রবির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা সহ ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার কারণ জানা যাবে।

পত্রিকা একাত্তর /আবু হেলাল