patrika71
ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল ফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল
আগস্ট ২২, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোবাইল ফেন সেট কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে কান্ত রায় (১৫) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের দক্ষিণ মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। কান্ত রায় দক্ষিণ মালঞ্চা গ্রামের দীনেশ চন্দ্র রায়ের ছেলে। সে দক্ষিণ মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া জানান, কয়েক দিন আগ থেকে একটি স্মাট মোবাইল ফোনে সেট কিনে দেয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরে কান্ত। অভাবের কারণে ছেলেকে ফোন সেট কিনে দিতে পারেননি কান্তের মা-বাবা।

এতে অভিমান করে মঙ্গলবার ভোরে বাড়ির দক্ষিণ পাশে একটি আম গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে কান্ত।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ জানান, স্কুল ছাত্রের আত্নহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা করে  মরদেহ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

পত্রিকা একাত্তর /আনোয়ার হোসেন