patrika71
ঢাকাশুক্রবার , ১৮ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

৫০ মন মাছ নিয়ে ফেরা ট্রলার বঙ্গোপসাগরে থেকে

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা
আগস্ট ১৮, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে একটি ট্রলারে ৫০ মণ বা দুই মেট্রিক টন মাছ ধরা পড়ছে। শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে বরগুনার একটি ট্রলারে। যার মধ্যে ৩০ মণই ইলিশ। গত কয়েক বছরে এক ট্রলারে এতো মাছ আর ধরা পড়েনি।

গত ১১ আগস্ট বরগুনার পাথরঘাটা থেকে সাগরে মাছ শিকার করতে যায় এফবি অলিউল্লাহ-১ নামের বরগুনার একটি মাছ ধরার ট্রলার। এরপর টানা ৭ দিন বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে মাছ শিকার করেন ওই ট্রলারের জেলেরা।

এতে বাজি মাত করেন তারা। মাত্র ৭ দিনে তারা শিকার করেন বিভিন্ন প্রজাতির ৫০ মণ সামুদ্রিক মাছ। একসঙ্গে এতো মাছ শিকার করতে পারায় বেজায় খুশি ট্রলারের জেলেরা।

ট্রলারটির মাঝি শাহ্ আলম (৪৮) বলেন, বঙ্গোপসাগরের আমরা সাত দিন মাছ ধরেছি। বঙ্গোপসাগরের চালনার বয়া এলাকা পশ্চিম দিকে ৫ ঘন্টা ট্রলার চালিয়ে গিয়ে মাছ ধরেছি। এ ছাড়াও বাইজদার বয়া এলাকা থেকে ৮ ঘন্টা পূর্ব দিকে ট্রলার চালিয়ে গিয়ে মাছ ধরেছি।

ট্রলারটির জেলে আব্দুল হাকিম (৫৫) আমার জীবনে একসঙ্গে এতো মাছ আর কোনদিন পাইনি। এরকম মাছ সচরাচর পাওয়াও যায় না।

ইসমাইল নামের আরেক জেলে (২০) বলেন, আমরা মোট ৭ বার জাল ফেলেছি। প্রতিবার ৬ মণ, ৭ মণ করে মাছ পেয়েছি। জালে এতো মাছ দেখে আমরা যেমন অবাক হয়েছি, ঠিক তেমনি খুশিও হয়েছি।

রাকিব নামে ট্রলারটির আরেক জেলে রাকিব (২৭) বলেন, নানা প্রজাতির সামুদ্রিক মাছের সঙ্গে ২১০০ শ’ থেকে ২২০০ শ’ ইলিশ পেয়েছি আমরা। এর মধ্যে ১৫ শ’ ইলিশের প্রতিটির ওজন এক কেজির উপরে। সে হিসেবে দেড় মেট্রিক টনেরও বেশি পেয়েছি শুধু ইলিশ।

এ বিষয়ে ট্রলারটির মালিক মোঃ আলম মোল্লা বলেন, সাগরে এখন মাছ পাওয়া যাচ্ছে। আমার ট্রলারে যে মাছ পেয়েছি তার দাম ২১ থেকে ২২ লাখ টাকা। এভাবে মাছ পাওয়ার ধারাবাহিকতা বজায় থাকলে আমরা ব্যাপক লাভবান হবো।

পত্রিকা একাত্তর /তাওহীদুল ইসলাম