patrika71
ঢাকাশুক্রবার , ১৮ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নড়াইল
আগস্ট ১৮, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে বিশ্বাস (৩৬) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বিকেলে মারপিটের এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফল মারা যান তিনি।

নিহত সুফল কল্যাণপুর গ্রামের অনিল বিশ্বাসের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সুফল জমি থেকে পাট কেটে আনছিলেন সুফল। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের রোস্তম শেখ ও তার দুই ছেলে তমাল শেখ ও রুবেল শেখ হাতুড়ি, লোহার রড দিয়ে সুফলকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।রাত সাড়ে ১০টার দিকে সুফল মারা যান। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন জানান,ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

পত্রিকা একাত্তর /নিলু হাফিজ