patrika71
ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বটিয়াঘাটায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ব্যুরো প্রধান, খুলনা
আগস্ট ১৭, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

বটিয়াঘাটার বারোআড়িয়া বাজারে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়,বারআড়িয়া এলাকার আছাবুর ফকিরের পুত্র আঃ রব ফকির (২২) গতকাল বৃহস্পতিবার সকালে সুন্দরমহল মাছের আড়তে কয়েক কেজি চিংড়ি মাছ বিক্রি করে বাড়িতে ফিরে আসে।

এরপর তার মা ফজিলা বেগমের সাথে তার স্ত্রী সংক্রান্ত ব্যাপারে বাগবিতন্ডা হয়। পরবর্তীতে তার নিজস্ব মোবাইল সার্ভিসিং এর দোকানে সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় নিহত আঃ রব ফকির এর চাচাত ভাই মারুফ ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে আশে পাশের লোকজন কে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের উর্ধ্বতন কর্তরা। খুলনা সহকারী পুলিশ সুপার সি সার্কেল মোঃ মফিজুর রহমান ও বটিয়াঘাটা থানায় ইনস্পেক্টর(তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু নিহতের সুরতাহাল পর্যাবেক্ষন করেন। এ বিষয়ে সহ-পুলিশ সুপার সি সার্কেল মফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, নিহতের গায়ে গলায় আঘাতের চিহ্ন,পায়ে ইট বাধা,হাত পিছনে বাধা অবস্থায় পাওয়া গেছে।

তবে ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না। ভূক্তভোগী ও এলাকাবাসির অভিযোগ তাকে কে বা কারা হত‍্যা করে তার লাশ দোকান ঘরের বিতরে ডাবার সাথে ঝুলিয়ে রাখে। তবে পুলিশের বক্তব্য ময়না তদন্ত রিপোর্ট ছাড়া হত‍্যার মুল রহস্য বলা সম্ভব নহে।

পত্রিকা একাত্তর /আক্তারুল ইসলাম