নীলফামারীর ডোমারে মাদকদ্রব্য সেবন ও বহনের অপরাধে পৃথক পৃথক স্থানে পাঁচ যুবককে কারাদণ্ডাদেশ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ই আগস্ট) বিকাল ৩টায় ডোমার পৌর এলাকার চিলাহাটি রোডের ছোটপুল নামক জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে দুজনের কাছে হিরোইন সহ আটক করে ডোমার থানা পুলিশ। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড করেন।
আটককৃতরা হলেন—ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া গ্রামের কৃষ্ট কুমার রায়ের পুত্র এস কে হিমেল (২৬) ও ক্ষেত্র মোহন রায়ের পুত্র নবদ্বীপ রায় (৩৩)।
একই দিন বিকাল ৪টায় ডোমার সরকারি কলেজের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় গাঁজা সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আটককৃত মাদকদ্রব্য সেবনকারীরা হলেন—ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়া এলাকার মৃত মকছেদ আলী পুত্র আনারুল ইসলাম (৩৮), ডোমার পৌরসভার মাদ্রাসাপাড়া এলাকার দেলোয়ার হোসেনের পুত্র জাহাঙ্গীর আলম (৩০) ও মৃত গিয়াছ উদ্দিনের পুত্র রুবেল ইসলাম (৩৫)।
ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের সাজার বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পত্রিকা একাত্তর/রিশাদ