patrika71
ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল
আগস্ট ১২, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেলসহ ওই চক্রের দুই যুকব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) সকালে শহরের গোবিন্দনগর ইক্ষুখামার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- ঠাকুরগাঁও শহরের মুসলিমনগর এলাকার আব্বাস আলীর ছেলে মোহাম্মদ আলম (২৭) ও মুন্সিপাড়া এলাকার মোজাহারুল ইসলামের ছেলে মাসুদ ইসলাম তাসিন (২২)।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, “শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি চিকিৎসক হামিদুর রহমান শহরের একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন করতে যান।

এ সময় ওই ক্লিনিকের নিচে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করেন তিনি। পরে সুযোগ বুঝে চোর চক্র তালা ভেঙ্গে মোটরসাইকেলটি নিয়ে যায়। অপারেশন শেষ করে হামিদুর নিচে নেমে দেখেন তার মোটরসাইকেলটি নেই। তাৎক্ষণিক বিষয়টি থানায় জানালে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসায় পুলিশ।”

“পরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইক্ষুখামার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত সন্দেহে আলম ও মাসুদকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও চুরির অভিযোগে থানায় নয়টি মামলা আছে। এখন তাদের বিরুদ্ধে নতুন একটি মামলা হয়ে থানায়। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের।”

পত্রিকা একাত্তর /আনোয়ার হোসেন