বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে চারাগাছ বিতরণ করা হয়েছে আজ।
শনিবার (৫ই আগস্ট) সকাল সাড়ে ১১টায় ডোমার পরিষদ চত্বরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম হাবিব মর্তুজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনছুর আলী প্রমূখ।
পত্রিকা একাত্তর/রিশাদ