কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবীণ সাংবাদিক টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মহিয়াচ্ছুন্না বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা সৈয়দ হোসেন ২ আগস্ট ভোর ৪ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যু টেকনাফে সর্বস্তরে মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যু আগে অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
তিনি বেশ কিছুদিন যাবৎ জটিল অসুস্থতায় ভুগছিলেন। এ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের স্মরণাপন্ন হয়ে চিকিৎসাও নিয়েছিলেন। সর্বশেষ চিকিৎসার উদ্দেশ্যেই তিনি চট্টগ্রামে অবস্থান করছিলেন। সেখানে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাদ আছর সদর ইউনিয়নের আওতাধীন লেঙ্গুরবিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন।
পত্রিকা একাত্তর/ মোস্তাক আহমদ