নীলফামারীর ডোমারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম উদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।
সোমবার (২৪শে জুলাই) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ কমপ্লেক্সে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম উদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জাবেদুল ইসলাম সানবীমের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
এসময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি একেএম সুমন রেয়াজী, সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান, সহ-সাধারণ সম্পাদক মোঃ সিহাব হাচান শাসন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াৎ আমিন সৈকত, অর্থ সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমির রহমান রিশাদ, কার্যকরী সদস্য রুম্মান সরকার, আরিফ রহমান প্রমূখ।
মতবিনিময়কালে ডোমারের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপ্রিয় পরিবেশ সংরক্ষণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পত্রিকা একাত্তর/ রিশাদ