রাজশাহীর মোহনপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন হরিদাস মন্ডল। তিনি বিদায়ী ওসি মোহা. সেলিম বাদশার কাছ থেকে দায়িত্বভার বুঝে নিয়ে বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। পূর্বের ওসিকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে।
সূত্র জানায়, নবনিযুক্ত ওসি ২০১১ইং সালে রাজবাড়ী জেলা পুলিশের উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ২০১৮ সালে ওসি পদে পদোন্নতি পেয়ে বগুড়া জেলা পুলিশের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বগুড়া জেলা সদর স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
মোহনপুর থানার নবাগত অফিসার ইনচার্জ হরিদাস মন্ডল যোগদান করে তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
পত্রিকা একাত্তর/ রবিউল ইসলাম