patrika71
ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দুইটি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

জেলা প্রতিনিধি, বাগেরহাট
জুলাই ৪, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে দুইটি দেশীয় তৈরি অস্ত্রসহ মো. হানিফ হাওলাদার (৪৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তার বাসা থেকে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া অস্ত্র দুইটি আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ক্রসফায়ারে নিহত কাড়াপাড়া এলাকার সন্ত্রাসী আপনের বলে পুলিশকে জানান হানিফ হাওলাদার। তিনি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকার সরকার ডাঙ্গা থেকে দুইটি আগ্নেয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে তিনি অস্ত্র দুইটি সংরক্ষণ করছিলেন। ইতোমধ্যে বিক্রির উদ্দেশে তিনি দুই/একজন ক্রেতাকে অস্ত্রগুলো দেখিয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের পূর্বক হানিফ হালদারকে আদালতে সোপর্দ করা হবে।

পত্রিকা একাত্তর/ শামীম হাসান