patrika71
ঢাকাশনিবার , ১ জুলাই ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ঈদে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মোল্লাহাট
জুলাই ১, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে ঈদে নানা বাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে মোনালিসা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোনালিসা গোপালগঞ্জ জেলার মানিক দে গ্রামের বশার কাজীর মেয়ে।

নিহতের স্বজনরা জানান, নিহত মোনালিসা এবং তাঁর মামাতো ভাই বোনের একসাথে ঘেরে গোসল করতে যায়। পরে মোনালিসা ঘেরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। পরে মামাতো ভাই বোনেরা চিৎকার করলে স্থানীয়রা তাকে ঘেরের মধ্যে থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির নানার নাম সামচু কাজী।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, দারিয়ালা গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পত্রিকা একাত্তর/ সৌরভ কুমার