চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২৯.০৬.২০২৩ তারিখ ২:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের চুয়াডাংগার এসপি আব্দুল্লাহ্ আল-মামুন। উক্ত আয়োজনে হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু তারেক ও তার সহধর্মিণী সহসভাপতি পুনাক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আনিসুজ্জামান, ও তার সহধর্মিণী পুনাক সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
উল্লেখ্য, পুলিশ লাইন্সের পাশাপাশি জেলা পুলিশের সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প এবং ট্রাফিক ইউনিটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান