কুষ্টিয়ায় বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, প্রনোদনা, আর্থিক সহায়তা প্রদান কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি ফেইলিওর,লিভার সিরসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান, পাট অধিদপ্তরের আওতায় পাট উৎপাদনকারী কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক স্যার বিতরণ, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় খামারী পর্যায়ে উচ্চ উৎপাদনশীল জাতের ঘাসের প্রদর্শনী প্লট স্থাপনের নিমিত্তে খামারীদের আর্থিক প্রণোদনা প্রদান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষকদের মাঝে আমন প্রণোদনার হাইব্রিড বীজ ও আমন সমলয় প্রণোদনার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ (এমপি)।
এ সময় কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নিবাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী-লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন