patrika71
ঢাকাসোমবার , ২৬ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে এডিপি’র আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর
জুন ২৬, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের উদ্যোগে এডিপি’র আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে হুইল চেয়ার, সিলিং ফ্যান, ঢেউটিন, টিউবওয়েল ও চেয়ার-টেবিল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ কার্যালয়সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)’র আওতায় ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মাঝে ১০টি হুইল চেয়ার, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৯০টি সিলিং ফ্যান, ৩৭ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ৪৪ বান্ডিল ঢেউটিন, ৪৮ জন দরিদ্র মানুষকে ৪৮টি টিউবওয়েল ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঝে ৫ সেট টেবিল ও চেয়ার বিতরণ করা হয়।

এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টিসহ উপকারভোগীগণ।

পত্রিকা একাত্তর/ হুমায়ুন কবির