বৃহস্পতিবার ২২ শে জুন দিবাগত রাত্রে ৭ নং আমিরপুর ইউনিয়নের দত্তপাড়া ইউনুস খানের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় ৩ লক্ষ ৮৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ অভিযানে নামে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ শওকাত কবিরের নির্দেশনায় ওসি তদন্ত জাহেদুর রহমানের সহযোগিতায় এস আই কৌশিক, এসআই নাজমুল, এ এস আই মামুন, কনস্টেবল রকি সহ পুলিশ সদস্যের একটি চৌকস টিম,ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ১ বশির শেখ (৪২ )পিতা হোসেন কানা, গ্রাম জাবুসা,রুপসা,সে কয়েকটি মামলার আসামি ও সে ডাকাত দলের সর্দার বলে জানা যায় , নজরুল ফকির (৫৫) গ্রাম শিয়ালী ডাঙ্গা, বিশ্বস্ত সূত্রে জানা যায় নজরুল ও ইমরান (৪০) পিতা ইলাহি, খারাপাদ মাস্টার বাড়ি,উক্ত আসামিদের বিরুদ্ধে ইউনুস খান বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন যার নাম্বার ১৩/৯১ তারিখ ২৩/৬ /২৩ আসামিদের জেল হাজতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়। অসামিদের রিমান্ড হলে আরো গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়া যাবে বলে পুলিশ জানায়।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম