patrika71
ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

আরহান এগ্রো ফার্মে পুষ্পা-পাশা ভাই

বিনোদন ডেস্ক
জুন ২৪, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে খামারিদের ব্যবসা এখন চাঙ্গা। প্রতি বছরই গরুর তারকাময় নামকরণ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এবার রাজধানীর দিয়াবাড়িতে আরহান এগ্রো ফার্মে কোরবানীর পশুর নামকরণ করা হয় পুষ্পা, পাঠান, ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের নামে।

আরহান এগ্রো ফার্মে উন্নতমানের কোরবানির পশু পালন বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে মেসি, নেইমারসহ তারকাদের নামের পাশাপাশি, জজ সাহেব, লাল গোলাপীসহ বিভিন্ন নামকরণ করা হয় পশুগুলোর।

গরুর এমন নামকরণের বিষয়ে আরহান এগ্রো ফার্মের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ খান অপু বলেন, আমরা যখন প্রথম পুষ্পাকে আমাদের ফার্মে আনা হয় ঠিক সেই সময় পুষ্পা সিনেমাটি মুক্তি পায়। পুষ্পার একটা জনপ্রিয় সংলাপ আছে-ঝুঁকে গা নেহি পুষ্পা’ এই সংলাপের কারণে গরুর নাম করণ করা হয়। গরুটির বিশাল আকৃতির শিং রয়েছে। এত বড় শিং নিয়ে সে যেন গর্বে দাড়ায় থাকে। এ কারণে এর নাম করণ করা হয়। এছাড়া একটি গরু রয়েছে ওর মেজাজ সবসময় কড়া থাকে। ওর সানমে গেলেই তেড়ে আসে। গরুটা সবসময় গম্ভির ভাব নিয়ে থাকে। যে কারণে ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের নামে নাম করণ করা হয়। ব্যাচেলর পয়েন্টে পাশা ভাইয়ের মধ্যে একটা গম্ভির ভাব দেখা যায়।

তিনি আরো ও বলেন, আরহান এগ্রো বয়স হয়েছে মাত্র দুই বছর। এখানে চার জাতের মহিশ রয়েছে। আমাদের কাছে এক্সক্লিউসিভ কিছু গরু রয়েছে যা হয়তো এর আগে অনেকেই দেখেনি। প্রায় বিশ থেকে পচিশ জাতের গরু আমাদের ফার্মে রয়েছে। এখানে যারাই গরু বুকিং করে যাবেন ঈদের আগের দিন পর্যন্ত তাদের গরু পরিচর্চা করার দায়িত্ব আমাদের। এছাড়া ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আমরা।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ