patrika71
ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত

উপজেলা প্রতিনিধি, মোরেলগঞ্জ
জুন ২৪, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে রায়েন্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বিদ্যুৎ পোস্টে সজোরে আঘাত খেয়ে খাদে পড়ে দুর্ঘটনার স্বীকার হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকেল সাড়ে চারটার দিকে ৮-১০ জন যাত্রী নিয়ে শরণখোলার রায়েন্দা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহন নামের বাসটি সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন মোরেলগঞ্জ টাউন স্কুলের সামনে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়।এতে গাড়ীতে থাকা নারী ও শিশু এবং পাশে ব্যাটারিচালিত একটি ভ্যানে থাকা কয়েকজন সাধারন যাত্রীসহ ১০ জন আহত হয়। তবে ঐ দুর্ঘটনায় নিহতের কোন খবর এখনও পাওয়া যায়নি। আহতদের বেশিরভাগের আঘাত গুরুতর না হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে আবার অপর ঢাকাগামী বাসে উঠিয়ে দেয়া হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম তারেক সুলতান ও মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ সহযোগিতায় বাসটির উদ্ধার কাজ চলমান রয়েছে ।গুরুতর আহত ভ্যানচালক ছোট পরী গ্রামের ফজলুর রহমানকে (৬০) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশই পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার।

ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নেয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ বলেন, ধারণা করা হচ্ছে দ্রুতগামী বাসটির যান্ত্রিক ত্রুটির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুৎ পোস্টে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির সামনে থেকে দুমড়ে মুচড়ে যায়।

উল্লেখ্য যে,মোরেলগঞ্জ থেকেই ঢাকাগামী যাত্রীরা বেশি সংখ্যক উঠে থাকেন। তাই মোরেলগঞ্জে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে দুর্ঘটনা ঘটার ফলে হতাহতের সংখা কম হয়েছে বলেও জানান তিনি। আহতদের সবার নাম-ঠিকানা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

পত্রিকা একাত্তর/ নাজমুল