patrika71
ঢাকাশুক্রবার , ২৩ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল
জুন ২৩, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কোচের ধাক্কায় আল আমিন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এসময় আরও দুইজন আহত হয়েছেন । তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পাটগাঁও এলাকায় রাণীশংকৈল -পীরগঞ্জ মহাসড়কে রাজ পরিবহনের একটি কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজ পরিবহনের একটি কোচ ধাক্কা দেয়। এসময় আল আমিন মহাসড়কের পাশে ছিটকে পড়েন। এতে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে আল আমিন মারা যান।

নিহত আল আমিন বাঁচোর ইউনিয়নের আমজুয়ান এলাকার বেলাল হোসেনের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মাজেদ আলী (৪২) ও তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল (৩৯)।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, ঘাতক রাজ পরিবহনের কোচটিকে পীরগঞ্জ উপজেলায় আটক করে থানায় নেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা হবে।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন