রাজশাহী দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়ন পরিষদের আয়োজনে রবিবার (১৮ জুন) সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের (ট্যাগ) অফিসার রুহুল আমিন , ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উজ্জল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোছাঃ ববিতা বেগম, আব্দুল মতিন, ইদ্রিস আলী, ইউনুস আলী, মোঃ হান্নান আহাদ, মোঃ বাহার আলী, মোঃ আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা পারভেজ হাসান, রাকিবুল ইসলাম, সাংবাদিক আকাশ আলী প্রমুখ।
ভিডব্লিউবি কার্ড উপভোগকারী বিউটি খাতুন বলেন, আমাদের ইউপি চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ভালো মানুষ তিনি আমার বিনামূল্যে এই কার্ড করে দিয়েছেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। আগামীতেও আমার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
পত্রিকা একাত্তর/ রাজু আহমেদ