patrika71
ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নাদিমের খুনিদের ফাঁসির দাবীতে গৌরীপুরে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর
জুন ১৮, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়েছে গৌরীপুরের সাংবাদিকরা।

এ সময় তারা সাগর-রুনিসহ সারা দেশে চাঞ্চল্যকর বিভিন্ন সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান। রবিবার (১৮ জুন) বিকাল ৪ টায় ঘন্টাব্যাপী গৌরীপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ দাবি করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল।

সাধারন সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আলী হায়দার রবিন, সাবেক সভাপতি ম নুরুল ইসলাম,বেগ ফারুক আহাম্মেদ,কমল সরকার,শফিকুল ইসলাম মিন্টু,সহ-সাধারন সম্পাদক শেখ বিপ্লব, কোষাধ্যক্ষ শামীম খান,সাবেক সহসভাপতি মো.হুমায়ুন কবির,সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, তিরক রায়, ফারুক আহাম্মেদ, সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল আমিন, সাংবাদিক আরিফ আহাম্মেদ, রাকিবুল ইসলাম, উবায়দুর রহমান, শাহজাহান কবির, মো. হুমায়ুন কবির সুমন, সুপক রঞ্জন, মোস্তাফিজুর রহমান, প্রমুখ।

বক্তারা বলেন, অ‌বিল‌ম্বে এই হত‌্যাকা‌ন্ডের মূল‌হোতা বাবু চেয়ারম‌্যান, তার ছে‌লে সহ অন‌্যান‌্যদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে। এছাড়া সেখানকার প্রশাসনের যারা দায়িত্বে অবহেলা করেছেন,তাদের দায়িত্বে অবহেলার জন্য প্রত্যাহার করতে হবে। তারা আন্তরিক থাকলে এ হত্যাকান্ড এড়ানো যেত। একই সাথে সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান।

পত্রিকা একাত্তর/ হুমায়ুন কবির