patrika71
ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে কাউন্সিলর প্রার্থী চঞ্চলের মনোনয়নপত্র দাখিল

উপজেলা প্রতিনিধি, ডোমার
জুন ১৮, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে মোঃ এবাদত হোসেন চঞ্চল মনোনয়নপত্র দাখিল করেছেন আজ। 

রোববার (১৮ই জুন) দুপুর আড়াইটায় ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুর রহিমের কাছে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন কৃষক লীগ নেতা মোঃ এবাদত হোসেন চঞ্চল।

এসময় তার সাথে আসা ওয়ার্ডের প্রবীণ ভোটারদের সাথে কথা হলে তারা জানান, একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র প্রয়াত এনায়েত হোসেন নয়নের ছোটভাই হিসেবে উন্নয়নমূলক কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। এছাড়া অত্যন্ত বিনয়ী, ভদ্র ও নম্র ব্যক্তি সে। ভোটারদের ভোটে সে জয়যুক্ত হবেন বলে বিশ্বাস তাদের।

মোঃ এবাদত হোসেন চঞ্চল ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি মধ্য ধনীপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আমিরুল হোসেন বুড়োর কনিষ্ঠ পুত্র এবং সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর প্রয়াত এনায়েত হোসেন নয়নের ছোটভাই। সে ডোমার পৌর কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন প্রসঙ্গে এবাদত হোসেন চঞ্চল বলেন, আমার বড়ভাই প্রয়াত এনায়েত হোসেন নয়ন তিনবার এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধিত্ব করেছেন। সেই সুবাদে এলাকার উন্নয়নে আমি তার সংস্পর্শ পেয়েছি। ভোটারদের মূল্যবান ভোটে আমি জয়ী হতে পারলে, আমার ভাইয়ের অসমাপ্ত কাজগুলো আমি সম্পন্ন করে ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া রাখবেন।

নির্বাচন কর্মকর্তা সুত্রে জানা যায়, আগামীকাল ১৯শে জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৫শে জুন প্রার্থীতা প্রত্যাহার, ২৬শে জুন প্রতীক বরাদ্দ ও ১৭ই জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডে এবার ভোটার সংখ্যা ১ হাজার ৫৭৩ জন।

উল্লেখ্য, ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল ইসলাম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় গত ২৩শে মে পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

পত্রিকা একাত্তর/রিশাদ