patrika71
ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

জেলা পুলিশ, কুষ্টিয়ার মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
জুন ১৮, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রবিবার (১৮ জুন ২০২৩ খ্রিঃ) সকাল ০৯.৩০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান অতিথি মহোদয় কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহন বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিধি মোতাবেক পুলিশ সদস্যদের প্রাপ্য ছুটি নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধান অতিথি মহোদয়।

এসময় অবসর উত্তর পিআরএল ছুটি গমনকৃত পুলিশ সদস্য জনাব মোঃ সলেমান হোসেন মোল্লা, পুলিশ পরিদর্শক(নিঃ) এর মাঝে পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয় সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন এবং পিআরএল গমনকৃত পুলিশ সদস্য তার অভিমত ব্যক্ত করেন।

মাসিক কল্যাণ সভা শেষে বেলা ১১.৩০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান অতিথি মহোদয় মে/২০২৩ মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যান, মাদকদ্রব্য চোরাচালন, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা সংক্রান্তে তথ্য, মানব পাচার/অপহরণ মামলার তথ্য, তদন্তাধীন অপমৃত্যু মামলার বিবরণী, মে/২০২৩ মাসের রুজুকৃত, তদন্ত ও অনিষ্পত্তিকৃত মামলার বিবরণী ও গত মাস পর্যন্ত মুলতবী মামলার বিবরনীসহ বে-আইনী মোটরযান আটক এবং আটককৃত মোটরযানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের উপর বিস্তারিত আলোচনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া, জনাব মোঃ আব্দুল খালেক, সহকারি পুলিশ সুপার(মিরপুর সার্কেল), কুষ্টিয়া, জনাব মোঃ আবুল বাশার, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, কুষ্টিয়া, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, আরওআই, রিজার্ভ অফিস, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়া, আরআই, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন