বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় বটিয়াঘাটা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ ইমরান গুরুতর আহত। গুরুতর আহত অবস্থায় তাকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জরুরী তার চিকিৎসার জন্য তাকে খুমেক হাসপাতালে প্রেরণ করা হতে পারে বলে বানিয়েছেন তার পরিবার। গতকাল শনিবার দুপুর তিনটার দিকে বটিয়াঘাটা থানার সামনে মোটরসাইকেল যোগে কর্মস্থল আসার পথে বিপরীত থেকে আসা একটি ইজিবাইক তাকে সদরে আঘাত করে।
পরে স্থানীয় জনতা এসে তাকে উদ্ধার করে দ্রুত বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাজায় পিঠে শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এই মুহূর্তে সাংবাদিক মোঃ ইমরান বটিয়াঘাটা হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষা ছাড়া তার শরীরের কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বলা সম্ভব নয়। তবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতে পারে।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম