patrika71
ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বিএসএফ বাংলাদেশী মনে করে ভারতীয় যুবককে গুলি

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
জুন ১৭, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গৌতম বর্মন (২৮) নামে দেশটির এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুন) ভোরে উপজেলার দহগ্রাম ও ভারতের মেখলিগঞ্জ থানার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৌতম বর্মন সীমান্তে গরু পারাপারের কাজ করতেন। তিনি ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ফুলকারডাবরী এলাকার নিপেন বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ভারতের ১০১ ফুল কাবাডাবরী ও বাংলাদেশের আঙ্গোরপোতা সীমান্ত এলাকা দিয়ে উভয়দেশের পাঁচ-সাতজনের একটি দল ভারতীয় গরু পারাপারের চেষ্টা করছিল। ওই দলের মধ্যে গৌতম বর্মন ছিলেন। এ সময় ভারতীয় কোচবিহার জেলার রাণীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বর্মন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ ভারতের কুচলিবাড়ী থানা পুলিশ বিএসএফের সহায়তায় ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা হাসপাতালের মর্গে নিয়ে যায়।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহতের বিষয়টি শুনে খোঁজ নেই। জানতে পারি নিহত ব্যক্তি ভারতের নাগরিক।

৫১ বিজিবির পানবাড়ি কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম বলেন, অর্জুন ক্যাম্পের বিএসএফ কমান্ডার সীমান্তে নিহতের ব্যাপারে আমাদের জানিয়েছেন। নিহত ব্যক্তি বাংলাদেশি কি না জানতে চেয়েছিলেন। খোঁজ নিয়ে জেনেছি নিহত ব্যক্তি বাংলাদেশি নন ভারতীয় নাগরিক।

এ বিষয়ে ৫১ বিজিবির অধিনায়ক এ এফ এম আজমল হোসেন খান বলেন, বিষয়টি শুনেছি। এর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

পত্রিকা একাত্তর/ লুৎফর রহমান