patrika71
ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ছাত্রদল নেতাকে হাতুড়িপেটা

জেলা প্রতিনিধি, নড়াইল
জুন ১৭, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় ছাত্রদল নেতা রাহাতুল আমিন রবিনকে (২৫) হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। আহত রবিনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আহত রবিন উপজেলার মহিষাপাড়া গ্রামের মৃত বদিয়ার রহমানের ছেলে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রদল নেতা রাহাতুল আমিন রবিন মোটর সাইকেলযোগে তার নিজ বাড়ি মহিষাপাড়া থেকে লোহাগড়া বাজারে আসছিলেন। পথিমধ্যে মহিষাপাড়ার মোড়ে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলুু