নোয়াখালী কোম্পানীগঞ্জে শুক্রবার বাদ মাগরীব কোম্পানীগঞ্জ শপিং সেন্টারের দ্বিতীয় তলায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে কার্যকরী কমিটির আলোচনা সভা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি জাফর উল্যাহ পলাশ স্বস্ত্রীক পবিত্র হজ্জ পালন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এ,কে,এম আনোয়ার তোহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক ফরিদ উদ্দিন রাশেদ, দৈনিক মানব জমিন পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি নাজিম উদ্দিন খোকন, দৈনিক সমকাল পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ তবিবুর রহমান টিপু, দৈনিক যুগান্তর পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি শরফুদ্দিন শাহীন, দৈনিক খবরপত্র পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি সিরাজ উল্যাহ, নোয়াখালী জার্নাল এর এস,এম আরমান, দৈনিক সংগ্রাম পত্রিকার সাবেক প্রতিনিধি হেলাল উদ্দিন, দৈনিক সময়ের আলো পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি রমজান আলী রানা ও দৈনিক পত্রিকা একাত্তরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবু ছায়েদ শাকিল প্রমুখ।
পত্রিকা একাত্তর/ সাঈদ শাকিল