বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো:সিরাজুল ইসলাম আক্কাস আলী (৬৫) নামের একজন পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
১৪ জুন বুধবার ২০২৩ সকালে উপজেলার নলুয়া ইউনিয়নের আফালকাঠী গ্রামে ঘটনাটি ঘটেছে। নলুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল হক টোকন জানান, সিরাজুল ইসলাম আক্কাস আলী একজন গ্রাম ডাক্তার ছিলেন, আফালকাঠী বাজারে তার ফার্মেসীতে আজ বাৎসরিক হালখাতা ছিল। সকাল বেলা এজন্য তিনি দোকানের উপরে মাইক লাগাতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সকাল ১১ টার সময় চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দায়িত্বরত চিকিৎসক (আর এম ও) ডা: মো: আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পত্রিকা একাত্তর/ ইমাম হোসেন