patrika71
ঢাকাবুধবার , ১৪ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ

স্ট্যাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
জুন ১৪, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ – এ প্রতিপাদ্যকে নিয়ে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। 

বুধবার সকালে জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে র‍্যালী বের হয়ে অপরাজেয় ৭১ গিয়ে শেষ হয়৷

ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরী শিক্ষার কোন বিকল্প নেই। আর সেই কারিগরি শিক্ষা প্রসারে লক্ষ সপ্তাহ ব্যাপী আমাদের নানা কর্মসূচি রয়েছে৷

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষায় অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে৷ আমরা নতুন প্রজন্মকে কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে জনসম্পদে রুপান্তর হওয়ার আহবান জানাচ্ছি।

পত্রিকা একাত্তর/ আব্দুল্লাহ