patrika71
ঢাকামঙ্গলবার , ১৩ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দরিদ্র পরিবার ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

স্ট্যাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
জুন ১৩, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে চলতি অর্থ বছরে এডিপি’র বরাদ্দ হতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দরিদ্র পরিবার ও কৃষকদের মাঝে স্কুল ব্যাগ, স্যানিটারী ন্যাপকিন, নলকূপ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সদর উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো।

এসয় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩শ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, প্রায় ২ হাজার ৬ শ ছাত্রীর জন্য স্যানেটারি ন্যাপকিন, দরিদ্র প্রায় ২শ পরিবারের মাঝে নলকূপ এবং প্রান্তিক প্রায় ২ শতাধিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।

এছাড়াও কৃষি প্রণোদনা হিসেবে সদর উপজেলায় প্রায় ৩ হাজার ৪শ প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি ডেব ও ১০ কেজি পটাশ মিলে মোট ২০ কেজি সার প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে কৃষকদের মাঝে এ সার বিতরণ করা হবে বলে জানান সদর উপজেলা চেয়ারম্যান।

পত্রিকা একাত্তর/ আব্দুল্লাহ