ঠাকুরগাঁওয়ে চলতি অর্থ বছরে এডিপি’র বরাদ্দ হতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দরিদ্র পরিবার ও কৃষকদের মাঝে স্কুল ব্যাগ, স্যানিটারী ন্যাপকিন, নলকূপ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো।
এসয় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩শ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, প্রায় ২ হাজার ৬ শ ছাত্রীর জন্য স্যানেটারি ন্যাপকিন, দরিদ্র প্রায় ২শ পরিবারের মাঝে নলকূপ এবং প্রান্তিক প্রায় ২ শতাধিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
এছাড়াও কৃষি প্রণোদনা হিসেবে সদর উপজেলায় প্রায় ৩ হাজার ৪শ প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি ডেব ও ১০ কেজি পটাশ মিলে মোট ২০ কেজি সার প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে কৃষকদের মাঝে এ সার বিতরণ করা হবে বলে জানান সদর উপজেলা চেয়ারম্যান।
পত্রিকা একাত্তর/ আব্দুল্লাহ