আগামী ১৮ জুন-২০২৩ জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে নড়াইলে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা ও জেলা অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুুন মঙ্গলবার বেললা ১২টায় নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে এ জেলা অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভা এবং সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা হয়।
সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম এর সভাপতিত্বে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় নড়াইল সদর হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মোঃ আসাদ উজ জামান টনি, কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজল কান্তি দে,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুব্রত কুমার হালদার, ডাঃ অনিন্দিতা ঘোষ, মোঃ নাজমুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, নড়াইল জেলার ৩টি উপজেলা ও ৩টি পৌরসভায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৯৩,৫০০ শিশুকে ১ টি করে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১১,৬২২ শিশুকে ১টি করে নীল রঙের “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮১,৮৭৮ শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
এর আগে জেলা অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভা ও নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ ( ৭-১৩ জুন) এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলুু