patrika71
ঢাকামঙ্গলবার , ১৩ জুন ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে নড়াইলে মানববন্ধন

জেলা প্রতিনিধি, নড়াইল
জুন ১৩, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে নড়াইলে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুন মঙ্গলবার সকাল ১০ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল যশোর সড়কে মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি ,নড়াইল জেলা শাখার সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি, নড়াইল জেলা শাখার সহ-সভাপতি নিমাই চন্দ্র পাল, সাধারন সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, প্রধান শিক্ষক এস এম ফকরুল আলম বিপুুল, হাসমত আলীসহ জেলা, উপজেলা বিভিন্ন বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি এ সময় উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা, মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের ১ দফা দাবি বাস্তাবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলুু