patrika71
ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার অভিযান পরিচালিত

উপজেলা প্রতিনিধি, ডোমার
জুন ১২, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর ডোমারে বাজার মনিটরিং ও জাতীয় ভোক্তা অধিকার অভিযান পরিচালিত হয়েছে আজ।

সোমবার (১২ই জুন) সকালে উপজেলার সোনারায় ইউনিয়ন ও ডোমার পৌরসভা এলাকায় অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন—জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মোঃ শামসুল আলম।

এতে উপজেলার সোনারায়ে অবস্থিত স্টার ফুড প্রোডাক্ট কারখানাকে ৫ হাজার টাকা ও ডোমার বাজারের সাহাপাড়া রোড এলাকার রুবেল কনফেকশনারিকে ২ হাজার টাকা সহ মোট ৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। সেইসাথে, আগামীতে যেন কোনো অভিযোগ পাওয়া না যায়, সেবিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। এছাড়া অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।

পত্রিকা একাত্তর/রিশাদ