patrika71
ঢাকারবিবার , ১১ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া বিতরণ

উপজেলা প্রতিনিধি, শেরপুর
জুন ১১, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ- সামাজিক ও জীবনমানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ভেড়া, গৃহ নির্মাণ উপকরণ ও খাদ্য বিতরণ করা হয়।

রবিবার (১১ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ মুক্তমঞ্চে এ আলোচনা সভা ও বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-ধুনটের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

শেরপুর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ রায়হান পিএএ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা।

আলোচনা শেষে ২৯২ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে দুইটি করে ভেড়া, চারটি সিমেন্টের খুটি, পাঁচটি রাবার ম্যাট, দুইটি ঢেউ টিন ও সাতাশ কেজি করে দানাদার খাবার বিনামূল্যে সরবরাহ করা হয়। এছাড়াও আগামী একবছর এই সকল ভেড়ার জন্য খাদ্য, ঔষুধ ও চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে।

পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ