সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটি ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১০.০৬.২০২৩ তারিখ বেলা ১১.৩০ ঘটিকায় সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে প্রবীণ সামাজিক কেন্দ্রের সামনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এসময় পুলিশ সুপার মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন। বিশেষ অতিথি জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান