সারাদেশের মত দাবদাহে পুড়ছিল জামালপুরের মাদারগঞ্জ। অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। আজ শুক্রবার (৯জুন) সকাল সাড় ১০ টায় পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নে বাতাসের সাথে শুরু হয় প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
পরে তা পর্যায়ক্রমে বেড়ে চলে সাড়ে ১২ টা পর্যন্ত। এর আগে বৃষ্টির জন্য প্রার্থনা করে গতকাল গুনারীতলা উচ্চ বিদ্যালয় মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।
এছাড়াও আজ সকালে বেড়া বেতাগা এলাকায় ও বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে খুশি সকল শ্রেণী পেশার মানুষ। অনেককে বৃষ্টিতে ভিজতে দেখা যায়।
শহরের পালপাড়া এলাকার গৃহবধু মৌমিতা আকন্দ মিম বলেন, এই গরমে অসহায় হয়ে পড়েছিলাম। একদিকে গরম আরেক দিকে লোডশেডিং।বাচ্চা নিয়ে খুব কষ্টে সময় কেটেছে। অবশেষে আল্লাহর রহমতে বৃষ্টি এসেছে।
পত্রিকা একাত্তর/ সোহাগ হোসেন