patrika71
ঢাকাশুক্রবার , ৯ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

উপজেলা প্রতিনিধি, আমতলী
জুন ৯, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার আমতলীতে আঞ্চলিক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫। গুরুতর আহতদের বরিশাল শেবাচিমে নেয়া হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের চুনাখালি বাজার ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯ টার দিকে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় পরিবহন (ঢাকা মেট্রো- ব ৯৫-৯৩৩১) এবং বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা আনোয়ার পরিবহন (ঢাকা মেট্রো- ব ১৫-৯৬১৪) নামের অপর দ্রুত গতির পরিবহন বাসটি পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের চুনাখালি ব্রিজ সংলগ্ন পৌছলে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহন বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করেন।

আহতরা আমতলী উপজেলাা স্বাস্থ্য কমপ্লেক্স, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও বরিশাল শেরে বাংলা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, যাত্রীবাহি বাস দুটি পুলিশ হেফাজতে আছে। আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পত্রিকা একাত্তর/ ইমরান হোসাইন