patrika71
ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প

জেলা প্রতিনিধি, খুলনা
জুন ৮, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের জেলে, মাঝি, হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করার জন্য চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার সকাল ১১টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা স্কোপ’র রাজাপুর শাখা কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সেবা প্রদান করা হয়। চক্ষুসেবা ক্যাম্প কার্যাক্রমের আয়োজন করে স্কোপ। সাইটসেভার’র সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এ কার্যাক্রম বাস্তবায়ন করে।

এ সেবার মধ্যে ছিলো চোখের ছানি অপারেশন ও চোখের অন্যান্য চিকিৎসাসেবা। এ কার্যাক্রমের উদ্বোধন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা স্কোপ’র চেয়ারম্যান শেখ মো. টুটুল।

চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন সহকারি সার্জন (চক্ষু) আবুল কালাম আজাদ (সুমন)। উপস্থিত ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের কোঅর্ডিনেটর মো. আলিমুর রেজা। এতে প্রায় ২০০ জন রোগী সেবা নেন।

পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম