নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট – ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার নড়াইল শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া অফিস নড়াইলের আয়োজনে সকাল ৭ টায় বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান।
উদ্বোধনী খেলায় সদরের তুলারামপুর আশার আলো কলেজ- ৩-০ গোলে লোহাগড়া সরকারি আদর্শ কলেজকে পরাজিত করে।
এ টুর্নামেন্টে জেলার ২৪ টি কলেজ অংশগ্রহন করছে। আগামী ২৩ জুন প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। জেলা ক্রিড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, সরকারি কর্মকর্তা জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু