বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্লাটুনের নতুন সিইউও মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এর মধ্যে দিয়ে বিদায় নিলেন সদ্য সাবেক সিইউও শিহাব আহাম্মদ আলভী। শিহাব আহাম্মদ আলভী ২০২১ সালের আগস্ট মাসে সিইউও পদে দায়িত্ব গ্রহণ করেন।
সোমবার (৫ জুন) ক্যাডেট ভর্তি কার্যক্রম ও প্রাক্তন ক্যাডেটদের বিদায় অনুষ্ঠানে অনুষ্ঠানে সিইউও শিহাব আহাম্মদ আলভী আনুষ্ঠানিকভাবে নতুন সিইউও মহিউদ্দিনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর এবং সোহরাওয়ার্দী কলেজ প্লাটুনের কমান্ডার পিইউও মোঃ মঈনুল ইসলাম।
দায়িত্ব হস্তান্তর শেষে সদ্য সাবেক পিইউও শিহাব আহাম্মদ আলভী আবেগে আপ্লুত হয়ে বলেন, সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি প্লাটুন জায়গাটাকে অবশ্যই খুব মিস করবো।
সাত বছরের পথ চলার চার বছর সময়ই সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি প্লাটুনের সাথে। এই প্লাটুন এবং ক্যাডেটদের সাথে জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় পার করে এবং জীবনের অনেক হাসি, কান্না, সুখ, দুঃখ, প্রাপ্তি, হারানোর বেদনা সবকিছু জুড়েই ছিলো এ সংগঠন। আজ নিয়মের বেড়াজালে জায়গা ছেড়ে দিতে হলেও মন থেকে কখনো মুছে ফেলা যাবে না।
নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে বলবো, সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসির সুনাম যেমন আগে ছিলো, এখনও আছে, ঠিক একইভাবে যেনো সামনের দিনগুলোতেও ধরে রাখতে পারে শুধু এইটুকুই প্রত্যাশা থাকবে।
সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি প্লাটুনের নবনিযুক্ত সিইউও মহিউদ্দিন আহমেদ বলেন, প্রথমেই আলভি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি না থাকলে আমার এত দূর আসা হত না। তিনি আমাকে প্লাটুনের সর্বোচ্চ পদবি “ক্যাডেট সার্জেন্ট” পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এরপর তার দিকনির্দেশনা আর উপদেশের উপর ভিত্তি করে এবং আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পৌঁছে গেলাম বিএনসিসির সর্বোচ্চ পদবি “ক্যাডেট আন্ডার অফিসার” এ। এখন আমার অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিএনসিসি প্লাটুন।
পথচলাটা ছোট হলেও সহজ ছিল না। অনেক বাঁধা বিপত্তি ছিল। মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। আসলে দায়িত্ব পাওয়াটা যতটা কঠিন, তার থেকে বেশি কঠিন সেটা যথাযথভাবে পালন করা। বাঁধা বিপত্তি আসবেই, সেটাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। কখনো ভেঙে পড়া, একজন ক্যাডেটের স্বভাব নয়। আলভি স্যার প্লাটুনের জন্য অনেক কিছু করেছেন। তার জন্য আমাদের প্লাটুন রেজিমেন্টে সুপরিচিত। আশা করছি এ ধারা অব্যাহত রাখবো এবং কলেজের প্লাটুনকে আরও উচ্চতায় নিয়ে যাবো।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানিতে চাইলে তিনি বলেন, আপতত, আমি নতুন ক্যাডেটদের দিকে লক্ষ্য রাখবো, তারা আগামীর কর্ণধার। তাদের এখন থেকে যেভাবে গড়ে তুলবো, আগামীতে সেভাবেই তারা প্লাটুনকে রিপ্রেজেন্ট করবে। তাই এই বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
পত্রিকা একাত্তর/ অপূর্ব চক্রবর্তী