patrika71
ঢাকাসোমবার , ৫ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে গলায় ফাঁস দিয়ে এক জনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বিরামপুর
জুন ৫, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর জেলার বিরামপুরে গলায় ফাঁস দিয়ে গোলজার হোসেন (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ জুন)দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বিরামপুর পৌরশহরের ইসলামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গোলজার হোসেন পৌরশহরের ইসলামপাড়া এলাকার মৃত সোয়িজ মুন্সীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী ও মেয়ের সাথে পারিবারিক কলহের কারণে রবিবার দিবাগত রাতে নিজ বাড়ির পাশে লিচু গাছে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মৃত্যুর সঠিক কারণ জানার জন্য পিএম এর জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এ ঘটনায় বিরামপুর থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ এবিএম মুছা