নাটোরের গুরুদাসপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত ও থ্যালাসেমিয়া আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২২ জন রোগীকে ৫০ হাজার করে ১১ লাখ লাখ টাকার ওই সরকারি চিকিৎসা সহায়তার চেক দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস (শোভন), উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ ও শিক্ষক বিভূতি ভুষণ সরকার।
পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন