ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় নীলফামারীর ডোমারে স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ঠা জুন) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মোঃ হাসিবুর রহমান।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রায়হান বারীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী প্রমূখ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পত্রিকা একাত্তর/ রিশাদ