patrika71
ঢাকারবিবার , ৪ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে ওভারব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ডোমার
জুন ৪, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে ওভারব্রিজের নির্মাণকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন এবং ওভারব্রিজের সিড়ি প্লাটফর্মের বাইরে দিয়ে শিক্ষার্থীদের রেললাইন পারাপার করার সুযোগ করে দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগন।

সোমবার (৪ঠা জুন) বেলা ১২টায় ডোমার রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে জড়ো হন স্টেশনের পূর্বদিকে অবস্থিত ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডোমার বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থীরা। এখানে দ্রুততম সময়ের মাঝে ওভারব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন ও ব্রিজের সিড়ি বাইরে দেওয়ার দাবি জানানো হয়।

দুপুরের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা উদ্বোধন হওয়া নতুন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি ডোমার স্টেশনে নামলে শিক্ষার্থী, শিক্ষক সহ স্থানীয় জনতা তাদের দাবীগুলো জানান। এতে দাবী পূরণে প্রধান প্রকৌশলীর সাথে কথা বলে দাবী পূরণের আশ্বাস দেন মন্ত্রী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—আওয়ামী লীগ নেতা মোঃ আবুল কাসেম, সমাজকর্মী মোঃ আইয়ুব ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনজুর কবির রাসেল, ছাত্রনেতা আজমির রহমান রিশাদ প্রমূখ সহ ডোমার বালিকা বিদ্যা নিকেতন ও ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য, ডোমার রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্লাটফর্ম উঁচুকরণ করায় স্টেশনের পশ্চিম এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয় আসা/যাওয়াতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘদিন ধরে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করার দাবীর প্রেক্ষিতে ওভারব্রিজ নির্মাণের কাজ চলছে।

পত্রিকা একাত্তর/ রিশাদ