জামালপুরে মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে আহসান হাবীব হৃদয় ও সাধারণ সম্পাদক পদে আনিছুর রহমান কে নির্বাচিত করেছে সম্মেলনের জুড়ী বোর্ড। নির্বাচিত হওয়া সভাপতি আহসান হাবীব হৃদয় সদ্য বিলুপ্ত কমিটির সাবেক আহ্ববায়ক ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান যুগ্ম আহবায়ক ছিলো।
শনিবার (৩ জুন) বিকেলে মেলান্দহের মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আহসান হাবীব হৃদয় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।
যুগ্ম আহবায়ক আনিছুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, বন ও পরিবেশ সম্পাদক এস এম গিয়াস উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আখতার হোসেন একরামুল প্রমূখ।
সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন ও প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এর সঞ্চালনায় আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি আহসান হাবীব হৃদয় ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সংগঠন পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
পত্রিকা একাত্তর/ নাহিদ