patrika71
ঢাকাশুক্রবার , ২ জুন ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ডেইরি আইকন ২০২২ নির্বাচিত হলেন মাদারগঞ্জের জেমকো এগ্রো লিমিটেড

নিজস্ব প্রতিনিধি
জুন ২, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ডেইরি সেক্টরে বিশেষ অবদান রাখায় ডেইরি আইকন ২০২২ এ নির্বাচিত হয়েছেন জেমকো এগ্রো লিমিটেড। সেই সাথে ময়মনসিংহ বিভাগের একমাত্র দুগ্ধ পণ্য বাজারজাতকরণ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে বৃহস্প্রতিবার (১ জুন) রাজধানীর কৃষি ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদফতরের যৌথ আয়োজনে ‘বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩’ উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করে।

বিশ্ব দুগ্ধ দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো ৪ টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে ডেইরি ক্যাটাগরিতে পেয়েছেন ২০ জন, দুধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে ৯ জন, পশুখাদ্য প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে ৮ জন এবং খামার যান্ত্রিকীকরণ ক্যাটাগরিতে ৪ জন পুরস্কার পান।পুরুস্কার হিসেবে সম্মাননা পত্র, ক্রেস্ট ও ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। জেমকো এগ্রো লিমিটেড এর পক্ষে গ্রহণ করেন পরিচালক সাইফুল ইসলাম।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, স্থায়ী কমিটির সদস্য শহীদুল ইসলাম বকুল, ছোট মনির এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। উল্লেখ্য, ২০১৬ সালে ৬ জন শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের দক্ষতা,সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রতিফলনে কোম্পানিটি প্রতিষ্টা লাভ করে।

বর্তমানে তারা জামালপুর ঢাকাসহ ৫ টি জেলায় তাদের উৎপাদিত দুগ্ধ পণ্য সুনামের সাথে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে।

ডেইরি আইকন ২০২২ নির্বাচিত হওয়ায় জেমকো এগ্রো লিমিটেড এর পরিচালক সাইফুল ইসলাম বলেন, বিশুদ্ধ ও উন্নতমানের দুগ্ধ পণ্য উৎপাদনে আমার প্রতিষ্ঠান বদ্ধপরিকর। আমাদের এ অর্জন মাদারগঞ্জবাসীর জন্য উৎসর্গ করলাম। সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

পত্রিকা একাত্তর/ আকন্দ সোহাগ