বৃহস্পতিবার (১জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন, কুষ্টিয়া ও ইসলামিক ফাউন্ডেশন, কুষ্টিয়ার আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলম।
আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কুষ্টিয়া জেলা শাখা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, বিজ্ঞ সরকারি কৌঁসুলি, কুষ্টিয়া এবং সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, কুষ্টিয়া৷ উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, কুষ্টিয়া উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন৷
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন